মুক্তবার্তা ডেস্ক: দেশে বিগত ৯ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা একশ গুণ বেড়েছে, যা ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের লক্ষ্য অর্জনে একটি মাইলফলক হিসেবে দেখা যেতে পারে।
দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি, যা ২০০৮ সালে ছিল মাত্র ৮ লাখ।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী আজ বলেন, ‘সরকার একটি সমৃদ্ধ দেশ গড়তে সহজ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দেশকে একটি ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে।’
তিনি বলেন, এ উদ্যোগের আওতায় ইন্টারনেট সেবাসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে যাচ্ছে এবং তারা ব্যবসাসহ যে কোনো উদ্দেশ্যে সহজে সারা বিশ্বে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে।
আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা এম আবু নাসের বলেন, ‘সরকার ২০২১ সাল নাগাদ দেশব্যাপী শতভাগ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া সরকার ২০২১ সাল নাগাদ ৫০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ নিশ্চিত করবে।’
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটিতে উন্নীত হওয়াকে একটি বিরাট সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ইনফো গভর্নমেন্ট ফেইজ-৩ প্রকল্পের আওতায় দেশের দুই হাজার ৬’শ ইউনিয়নে উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহ করবে।
আবু নাসের বলেন, সরকার আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে দেশেজুড়ে ২৮টি হাই-টেক পার্ক স্থাপনের কাজ করছে। এসব পার্ক স্থাপনর কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার মধ্য দিয়ে দেশে বেকারত্বের সমস্যা বহুলাংশে কমে যাবে।
তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার বহু মর্যাদাবান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।