‘৭ মার্চের ওই ভাষণ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য: দুদু

মুক্তবার্তা ডেস্ক:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় তা উদযাপনের কারণ দেখছেন না বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘কবে কোন কালে কে বক্তৃতা করেছিল, তা নিয়ে কি মাতামাতি!’ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই বঙ্গবন্ধু এই ভাষণ দিয়েছিলেন দাবি করে দুদু দাবি করেন, সেখানে স্বাধীনতার কিছু ছিল না।

রবিবার রাজধানীতে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালনে এই আলোচনার আয়োজন করে বিএনপিপন্থী সংগঠন জিয়া পরিষদ।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে কথা বলেন। ওই ভাষণে বঙ্গবন্ধু ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে যে ডাক দিয়েছিলেন তা স্বাধীনতা অর্জনের পথে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। ৪৬ বছর পর এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইউনেস্কোর এই স্বীকৃতির পর নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও তার সমর্থক বুদ্ধিজীবীরা। সবশেষ গতকাল শনিবার দেশজুড়ে আনন্দ শোভাযাত্রা এবং সোহরাওয়ার্দী উদ্যানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনের সমালোচনা করে দুদু বলেন, ‘কবে কোন কালে কে বক্তৃতা করেছিল, তা নিয়ে কি মাতামাতি? সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাস্তায় নামিয়ে নৃত্য করতে বাধ্য করা হলো। এর ফল ভালো হবে না।’

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দুদুর দাবি, ওই ভাষণে এমন কিছু ছিল না। তিনি বলেন, ‘৭ মার্চের ওই ভাষণ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, স্বাধীনতার জন্য নয়। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জিয়াউর রহমান।’

Related posts

Leave a Comment