মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দরে চঞ্চল্যকর তরল কোকেন আটকের ঘটনায় করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলার বিচারক কাজ আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া এই মামলার প্রধান আসামি খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে আগামী তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই আদেশের ফলে এ মামলার বিচারিক কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে ব্যবসায়ী নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন জেষ্ঠ্য আইনজীবী জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ৮ অক্টোবর এই মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
চট্টগ্রাম বন্দরে তরল কোকেন আটকের ঘটনায় করা মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের মামলা বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলেন।