মুক্তবার্তা ডেস্ক:২০২৬ সালে ফুটবল বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে কোন অঞ্চল থেকে কয়টি করে দল খেলবে তার একটি পরিকল্পনা ঘোষণা করেছে ফিফা।
এতে ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দেশ নেওয়ার কথা বলা হয়েছে। আফ্রিকার নয়টি, এশিয়ার আটটি, দক্ষিণ আমেরিকার ছয়টি, কনকাকাফের ছয়টি ও ওশেনিয়ার ১টি দলের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব করা হয়েছে ছয় দেশ নিয়ে একটি প্লে-অফ টুর্নামেন্টের, যেটি থেকে চূড়ান্ত পর্বে উঠবে দু’টি দল।
আগামী মে মাসে বাহরাইনে ফিফার কাউন্সিলে এই প্রস্তাব পেশ করা হবে।
স্বাগতিক দেশ স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত পর্বে খেলবে। তাই দেশটি যে অঞ্চলের হবে সে অঞ্চল থেকে একটি দল কমবে। একেবারেই নতুন হলো বাকি দুইটি দেশ বেছে নেওয়ার প্রক্রিয়াটা। প্লে অফের এই টুর্নামেন্টে খেলবে ছয়টি দল- ইউরোপ ছাড়া বাকি পাঁচ অঞ্চলের পাঁচটি এবং স্বাগতিক দল যে অঞ্চলের সেই অঞ্চল থেকে বাড়তি একটি। বিশ্বকাপের মূল পর্বের আগে নভেম্বরেরর দিকে স্বাগতিক দেশেই টুর্নামেন্টটি হবে।
গত জানুয়ারিতে ফিফা ৩২টি থেকে দল বাড়িয়ে ৪৮টি নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। বর্তমানে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার পাঁচটি, এশিয়া ও দক্ষিণ আমেরিকার চারটি ও কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল বাছাইপর্ব থেকে সরাসরি মূল পর্বে খেলে। এশিয়া ও দক্ষিণ আমেরিকা, কনকাকাফ ও ওশেনিয়া অঞ্চল থেকে দুটি প্লেঅফের মাধ্যমে আরও দুটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।