৩ শর্তে নির্বাচনে যাওয়ার ঘোষণা দুদুর

মুক্তবার্তা ডেস্ক:বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) তিনটি শর্ত দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব শর্তের কথা উল্লেখ করেন।

রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে এমন দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রথম শর্ত, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; দ্বিতীয় শর্ত, সব রাজবন্দীকে মুক্তি দিতে হবে; তৃতীয় শর্ত, যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে , তারা ক্ষমতায় থাকতে পারবে না, থাকবে নির্বাচনকালীন সহায়ক সরকার।’

এই তিন শর্ত মেনে নিলে পরদিনই বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে উল্লেখ করে দুদু বলেন, ‘এর বাইরে যতই চেষ্টা করুন বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।’

Related posts

Leave a Comment