৩২-বিট অ্যাপ সমর্থন বন্ধ করছে অ্যাপল

মুক্তবার্তা ডেস্ক:মান এবং সমস্যার কথা বিবেচনা করে পরবর্তী আইওএস সংস্করণে ৩২-বিট অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

চলতি বছরের শেষদিকে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১১ উন্মোচনের কথা রয়েছে অ্যাপলের। ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ৩২-বিটের কোনো অ্যাপ সমর্থন করবে না, অ্যাপল বিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

আইওএস ১০.৩ সংস্করণ থেকেই গ্রাহকদের সতর্ক করতে শুরু করেছে অ্যাপল। এই সংস্করণের পপ-আপ নোটিফিকেশনে বলা হচ্ছে, “ডেভেলপারের দ্বারা অ্যাপটি অবশ্যই আপডেট করতে হবে নয়তো ভবিষ্যতে এটি কাজ নাও করতে পারে।”

২০১৩ সালের সেপ্টেম্বরে আইফোন ৫এস উন্মোচন করে অ্যাপল। এ ডিভাইস দিয়েই প্রথমবার ৬৪-বিট অ্যাপ সমর্থন শুরু করে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডেভেলপারদেরকে ৬৪-বিট সমর্থন করে এমন অ্যাপ জমা দিতে বলে অ্যাপল। আর ওই বছরেরই জুনে অ্যাপগুলোর আপডেট দেওয়া শুরু হয়।

২০১৫-তে ৬৪-বিট অ্যাপ পুরোদমে চালু করলেও এ যাবত ৩২-বিট অ্যাপেও সমর্থন দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এবার নতুন আইওএস সংস্করণে তা পুরোপুরি বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগের মাসেই আইওএস ১০.৩ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল।। এই আপডেটে প্রতিষ্ঠানের নতুন তারবিহীন এয়ারপডস, ওয়াইফাই কলিং এবং ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা সিরি-তে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।

Related posts

Leave a Comment