৩০ জুন পর্যন্ত জাটকা শিকারে নিষেধাজ্ঞা

মুক্তবার্তা ডেস্ক: ইলিশ সম্পদ রক্ষা ও উ‍ৎপাদন বাড়াতে গতকাল বুধবার জাটকা শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৮ মাস। এ সময়ের মধ্যে জাটকা ইলিশ আহরণ, কেনা-বেচা ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

১০ ইঞ্চি বা ২৫ সেমি কম আকারের ইলিশকে জাটকা বলা হয়। জাটকাকে পরিণত ইলিশে রূপান্তরের লক্ষ্যে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ।

বুধবার দুপুরে তিনি জানান, গত ২২ অক্টোবর রাতে ইলিশের প্রজনন মৌসুম শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনায় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছেড়েছে। এখন জাটকা বড় হওয়ার সময়। জাটকা রক্ষা ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে জেলেদের সচেতন করতে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলায় সচেতনতামূলক সভা, মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।

কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা মহিব উল্যাহ।

Related posts

Leave a Comment