মুক্তবার্তা ডেস্ক: শাহরুখ খান, সালমান খানকে পিছনে ফেলে দিলেন তামিল অভিনেতা সূর্য। দক্ষিণ ভারতীয় সিনেমা ‘সিঙ্ঘম’র অভিনেতা সূর্য এবার বলিউড স্টারদের রেকর্ড ভেঙে দিলেন।
জানা যায়, সূর্য অভিনীত ‘থানা সেন্ধা কুটম’ নামে একটি সিনেমা সম্প্রতি একটি রেকর্ড গড়েছে। জানা যাচ্ছে, ওই সিনেমা রিটুইট করা হয়েছে প্রায় ৭০ হাজার বার। যা এক কথায় নাকি অসাধারণ। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত সালমান খান বা শাহরুখ খান কিংবা অন্য কোনও বলিউড স্টারের সিনেমা এতবার রিটুইট করা হয়নি।
রিপোর্ট অনুযায়ী, সলমন খানের ‘টিউবলাইট’ কিংবা শাহরুখের ‘যব হ্যারি মেট সেজল’ কিংবা বলিউডের কোনও অভিনেতার সিনেমাই এতবার রিটুইট হয়নি। শুধু তাই নয়, আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। কিন্তু, পরিচালক আলি আব্বাস জাফরের ওই ‘হাই ভোল্টেজ’ সিনেমাও সূর্যের সিনেমার মত এতবার রিটুইট করে রেকর্ড গড়তে বা ভাঙতে পারেনি এখনও।