২৫ মার্চ প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’ পালিত হবে

মুক্তবার্তা ডেস্ক:সংসদ থেকে পাস হওয়া ২৫শে মার্চকে ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২৫শে মার্চ প্রথমবারের মত দিনটিকে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে।

সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৫ মার্চ তারিখে ‘গণহত্যা দিবস’ পালন করতে যাচ্ছে। এবার স্বল্প সময় হওয়ায় ব্যাপকভাবে দিবসটি পালন করা সম্ভব না হলেও বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এই ঘটনা মাইলফলক হয়ে থাকবে।’ এদিন ‘রক্তাক্ত ২৫ শে মার্চ: গণহত্যা ইতিবৃত্ত’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘এবার ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন স্থানে ‘রক্তাক্ত ২৫শে মার্চ: গণহত্যা ইতিবৃত্ত’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’ তিনি বলেন, ‘এছাড়া প্রতিটি জেলা, উপজেলায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণহত্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘গণহত্যা দিবস’ পালন করতে যাচ্ছি।’

Related posts

Leave a Comment