২৪ দফা দাবি মুসলিম লীগের

মুক্তবার্তা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৫০ শতাংশের কম ভোট কাস্টিং হলে সেই আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। এছাড়া নির্বাচনে সেনা মোতায়েনসহ ২৪ দফা দাবি জানিয়েছে দলটি।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময়ের সময় এসব প্রস্তাব দেয় বাংলাদেশ মুসলিম লীগ। বেলা এগারটায় শুরু হওয়া এ সংলাপ শেষ হয় একটার দিকে।

সংলাপ শেষে দলটির মহাসচিব কাজী আবুল খায়ের সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্বাচনের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। আমরা মনে করি কোনো আসনে ৫০ শতাংশের কম ভোট কাস্ট হলে সেখানে পুন:নির্বাচনের প্রস্তাব করেছি।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুসলিম রীগের নেতৃত্ব দেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের।

তাদের দেয়া অন্য প্রস্তাবগুলো হলো-নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, ইভিএম ব্যবহার না করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, একাধিক প্রতীকে সিল দেয়া ব্যালট পেপারটিকে না ভোট বলে গণ্য করা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলের নিজ নিজ প্রতীকে নির্বাচন করা বাধ্যতামূলক করা, রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টদের নির্বাচনী দায়িত্ব না দেয়া, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজদের দেয়া, নির্বাচনকে প্রভাব- সহিংসতা ও সংঘাত মুক্ত রাখার জন্য তফসিল ঘোষণা থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত জনপ্রশাসন, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা।

এদিকে আজ বিকাল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

Related posts

Leave a Comment