মুক্তবার্তা ডেস্ক: এ বছর প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে হজ সংক্রান্ত সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যাবেন। সৌদি আরবের বিমান পরিবহন সংস্থা সাউদিয়া এবং বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার হজযাত্রীদের বহন করবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর, শেষ হবে ৫ অক্টোবর। আগামী ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
রাশেদ খান মেনন জানান, এবার প্রথম বাংলাদেশ বিমানে বোথ-ওয়ে টিকেট বিক্রি ব্যবস্থা চালু করা হয়েছে।এই টিকেট কাটার সময় ৫০ শতাংশ টাকা যাত্রীদের অগ্রিম দিতে হবে। আগামী বছর হজ যাত্রীর সংখ্যা দেড় লাখ হবে বলে আশা করছেন মন্ত্রী।