মুক্তবার্তা ডেস্ক:শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ২২টি স্বর্ণের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক ও স্বর্ণ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম-ঢাকার আরএক্স৭২৪ ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন।