২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে ইংলিশরা

মুক্তবার্তা ডেস্কঃ ২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে ইংলিশরা। চার দিনের এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মে মাসে। ওই বছরের ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির এখনো ভেন্যু নির্ধারিত হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। এর মাঝে তিনটি ড্র হয়েছে, বাকি তিনটি ইংল্যান্ড জিতে নিয়েছে।
২০০৩ সালের ৫ জুন দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল। ১৯৯৬ সালে প্রথম এবং শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ইংল্যান্ড। এ ছাড়া ২০০০ এবং ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলে জিম্বাবুয়ে। এ ছাড়া ওয়ানডেতে দ্বিপাক্ষিত সিরিজে সর্বশেষ ২০০৪ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ের মাটিতে।

Related posts

Leave a Comment