২২৭১ কোটি টাকা প্রকৌশল পণ্য রপ্তানি আয়

মুক্তবার্তা ডেস্ক:২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে অর্থাৎ অর্থবছরের প্রথম ৭ মাসে প্রকৌশল সরঞ্জাম রপ্তানিতে আয় হয়েছে ২৮ কোটি ২৯ লাখ ডলার ২০ হাজার মার্কিন ডলার বা ২ হাজার ২৭১ কোটি টাকা। যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪.৯৬ শতাংশ কম। একইসঙ্গে গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এই খাতে রপ্তানি আয় ১০.৭৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ফেব্রুয়ারি মাসে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রকৌশল পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৫১ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ৭ মাসে এই খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৩১ কোটি ৭০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরে প্রকৌশল পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-জানুয়ারি মেয়াদে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩২ কোটি ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রকৌশল পণ্যের মধ্যে আয়রন স্টিল রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে আয় হয়েছে ২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭.০৫ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ১১.১৮ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে আয়রন স্টিল রপ্তানিতে হয়েছিল ২ কোটি ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে তামার তার রপ্তানিতে আয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬.৭৭ শতাংশ বেশি। একইসঙ্গে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের রপ্তানি আয় ১১.২২ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে তামার তার রপ্তানিতে আয় হয়েছিল ১ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে স্টেইনলেস স্টিল তার রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৬২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৪৪ লাখ মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ২৯.৬৭ শতাংশ এবং আগের অর্থবছরের এ সময়ের তুলনায় ৮.৩৩ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে স্টেইনলেস স্টিল তার রপ্তানিতে আয় হয়েছিল ৪৮ লাখ মার্কিন ডলার।

প্রকৌশল সরঞ্জাম রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে আয় হয়েছে ১০ কোটি ১৮ লাখ মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০.৪৫ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩.৫৬ শতাংশ কম। এ সময়ে বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানিতে আয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ০.৮৭ শতাংশ বেশি। তবে আগের অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় এ খাতের রপ্তানি আয় ১২.৮১ শতাংশ কম।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে বাইসাইকেল রপ্তানিতেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আলোচ্য সময়ে এ খাতের রপ্তানি আয় ৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১.৭৪ শতাংশ এবং আগের অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় ১১.৮১ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে বাইসাইকেল রপ্তানিতে আয় হয়েছিল ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থসূচক

Related posts

Leave a Comment