মুক্তবার্তা ডেস্ক: করদাতাদের অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হল সপ্তাহব্যাপী আয়কর মেলা। এবার মেলায় ২২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার রেকর্ড সংখ্যক আয়কর আহরণ হয়েছে বলে জানিয়েছে এনবিআর। গতবার ছিল ২১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা।
মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
নভেম্বর থেকে আয়কর মেলা আয়োজন করে এনবিআর। এনবিআরের তথ্যানুসারে এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা শুরু হয়। ১৬টি জেলা ও ৩২ উপজেলাসহ ৪৮টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার দুপুর ১২টায় শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘কর বাহাদুর পরিবার, সেরা করদাতা সম্মাননা ও এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড-২০১৭’ এর আয়োজন করেছে এনবিআর। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।