২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি

মুক্তবার্তা ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতাসহ প্রাপ্য সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আয়াজিত বিক্ষোভ-সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

একই সঙ্গে পোশাক শ্রমিকদের আবাসন, চিকিৎসা ও রেশনিংয়ের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং আশুলিয়ায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান ঐক্য পরিষদের নেতারা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর রোজার শুরুতে মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয় সব পোশাক শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকরা ঈদের ছুটির পূর্ব মুহূর্ত পর্যন্ত বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে রাখেন। শেষ মুহূর্তে মালিকরা বোনাস না দিয়ে বকশিস হিসেবে কিছু টাকা আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেন।

Related posts

Leave a Comment