মুক্তবার্তা ডেস্ক:পটুয়াখালীতে এক হাজার ৮১০ বোতল ফেনসিডিলসহ মাইনুল ইসলাম লিংকন নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতা বুনিয়ায় মাদকের চালান পৌঁছে দিতে গেলে একটি প্রাইভেট কার ও মাদকসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশের একটি দল প্রাইভেটকারটিকে ধাওয়া করে। ঘটনা টের পেয়ে গাড়িটি পুলিশের দলটিকে চাপা দিতে গেলে পুলিশের মোটরসাইকেলের সাথে গাড়িটির সংঘর্ষ হয় এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির ভেতর থেকে আসামিসহ মাদকের চালান উদ্ধার ও জব্দ করে পুলিশ। এ সময় গাড়িটিও জব্দ করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।