মুক্তবার্তা ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৬১ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ছাতক উপজেলার কালরুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের হুশিয়ার আলীর ছেলে সাইদুল ইসলাম (২২) ও নরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব, এসআই নূর মোহাম্মদ, এএসআই সমীরন দেব, সাইফুল ইসলাম, মফিজুর ইসলামসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা সুনামগঞ্জ-সিলেট সড়কের জাওয়া বাজার এলাকার পাইগাঁ পয়েন্ট অভিযান চালিয়ে তাদের আটক করে।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব এঘটনার সত্যতা নিশ্চিত করেন।