১৫৬ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

মুক্তবার্তা ডেস্ক:দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নতুন কমিশনের অধীনে এটি প্রথম ইউপি নির্বাচন। নির্বাচনী এলাকায় বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মেদ খান বলেন, ‘কমিশন ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করেছিল। আদালতের নির্দেশে প্রায় দেড় ডজন ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ১৫৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

Related posts

Leave a Comment