১১৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হচ্ছে জামালপুরে

মুক্তবার্তা ডেস্ক: জামালপুর জেলায় ফার্নেস ওয়েলভিত্তিক ১১৫ মেগাওয়াট নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ এটি স্থাপন করবে। একইসঙ্গে এসব কেন্দ্রের মেয়াদ ও ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, জামালপুর জেলায় ফার্নেস ওয়েলভিত্তিক ১১৫ মেগাওয়াট নতুনবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে কিলোওয়াট ঘণ্টায় ৮ টাকা ৭৩ পয়সা।

Related posts

Leave a Comment