১০ মে,জলবায়ু পরিবর্তন বিষয়ে গণমাধ্যম সম্মেলন

মুক্তবার্তা ডেস্ক:জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন শুরু হচ্ছে বুধবার (১০ মে)। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন চলবে শুক্রবার (১২ মে) পর্যন্ত। সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সবার জন্য তথ্য : জীবন বাঁচাতে গণমাধ্যম’।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার সকাল ১০টায় এ সম্মেলন উদ্বোধন করবেন। এ ছাড়া সম্মেলনে এবিইউ’র মহাসচিব জাভেদ মোত্তঘী উপস্থিত থাকবেন।

তথ্যমন্ত্রী বলেন, তৃতীয় এবিইউ গণমাধ্যম সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি যে আটটি অধিবেশন পরিচালিত হবে সেগুলোর বিষয়বস্তুও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে সাজানো হয়েছে। প্রথম দিনের অধিবেশনগুলোর মূল বিষয় জলবায়ু পরিবর্তন ও দ্বিতীয় দিনের মূল বিষয় থাকছে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও প্রস্তুতি।

Related posts

Leave a Comment