মুক্তবার্তা ডেস্ক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যত কাজ হয়েছে, তা ১০ বছরের সমান বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন। তবে যত কাজ হয়েছে তা একটি শহরকে ঘুরিয়ে দেয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তির প্রক্কালে শনিবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মেয়র খোকন।
২০১৫ সালের ২৮ এপ্রিল বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে উত্তর সিটিতে মেয়র হিসেবে আনিসুল হক এবং দক্ষিণে জেতেন সাঈদ খোকন। তিনি দায়িত্ব গ্রহণ করেন ৭ মে। আর দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তির আগের দিন ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক সংবাদ সম্মেলন ডাকেন সাঈদ খোকন।’
দুই বছরের অভিজ্ঞতা বর্ণনা করে মেয়র খোকন বলেন, ‘এই সময় একটি শহরকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছুই নয়। তবে এটা একেবারে ছোট সময় নয়, একজন মেয়রের দায়িত্ব পালনের ৪০ ভাগ সময় এটা।’
সাঈদ খোকন বলেন, ‘দায়িত্বভার গ্রহণ করার সময় নগরীর রাস্তাঘাট ছিলো ভাঙাচোরা, সড়ক বাতির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বাজেট বহির্ভূত ব্যয়ের কারণে ঠিকাদারদের বহু বিল বকেয়া ছিল, এ রকম একটি প্রেক্ষাপটে দায়িত্ব নেয়ার পর সকলের সহযোগিতায় ঢাকা শহরের পরিবর্তন হয়েছে।’
নগর উন্নয়ন করতে গিয়ে বিভিন্ন মহল থেকে হুমকি-ধমকির পরও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি উল্লেখ করেন সাঈদ খোকন। তিনি বলেন, ‘নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এই কাজ করতে গিয়ে নানাবিধ হুমকি-ধমকি, প্রতিরোধ এসেছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি।’