মুক্তবার্তা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তার সুফল থেকে ইরানকে কেউ বঞ্চিত করতে পারবে না; কেউ এ সমঝোতা থেকে ফিরেও যেতে পারবে না।
ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি গতকাল শনিবার এসব কথা বলেন।
তিনি বলেন, “পরমাণু সমঝোতা থেকে আমরা যে সুবিধা পেয়েছি তা অপরিবর্তনীয়। ট্রাম্প কিংবা অন্য কেউ তা পাল্টে দিতে পারবেন না।”
প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, “যদি ১০ জন ট্রাম্প বিশ্বে আবির্ভূত হন এবং পরমাণু সমঝোতা বাতিল করার চেষ্টা করেন তাহলেও এসব সুবিধা পরিবর্তন করা যাবে না।”
রুহানি আরো বলেন, “পরমাণু আলোচনার সময় ইরান তার রাজনৈতিক শক্তি দেখিয়েছে এবং ইরান প্রমাণ করে দিয়েছে যে, তার কূটনীতিকরা বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনা করতে যথেষ্ট সক্ষম। আমরা শুধু যুদ্ধক্ষেত্রে শক্তিশালী নই, আমরা শান্তির ক্ষেত্রেও শক্তিশালী দেশ।”