মুক্তবার্তা ডেস্ক:কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্বীকৃতির সঙ্গে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দুই জন মন্ত্রী। আর ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলাগুলো স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ শীর্ষক এক আলোচনায় এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টি এই আলোচনার আয়োজন করে। এই আলোচনায় অংশ নেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও। তিনি বলেন, প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করেছেন, হেফাজতের সঙ্গে নয়।
গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। তাদের একটি বড় অংশ আবার ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সঙ্গে জড়িত।