হুয়াওয়ের লক্ষ্য এবার দামী ফোন আর বড়লোক ক্রেতা

মুক্তবার্তা ডেস্ক: চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে একটি পরিকল্পনা দিয়ে সামনের দিকে এগোচ্ছে। এটি হলো শীর্ষে যাওয়ার পরিকল্পনা। তাদের লক্ষ্য এবার বড়লোক ক্রেতা।

হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইয়ু সম্প্রতি সাক্ষাৎকারে সিএনবিসিকে বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তে হুয়াওয়ে উন্নত দেশগুলোতে বেশি নজর দিচ্ছে। ইতিমধ্যে চীনের বাজারে হুয়াওয়ে অনেক ভালো করেছে।

যেহেতু উন্নত দেশগুলোর অর্থনীতি উন্নত। সেখানে ক্রেতাদের ক্রয়ক্ষমতাও বেশি। তাই উন্নয়নশীল দেশগুলোর বদলে উন্নত দেশগুলোতে নজর হুয়াওয়ের।

স্মার্টফোনের বাজার সম্পর্কে ইয়ু বলেন, বেশি দামের ফোনগুলোতে লাভ বেশি। সাশ্রয়ী দামের ফোনগুলোতে কোনো লাভ নেই। মাঝারি দামের ফোনগুলোতে সামান্য কিছু লাভ থাকে। কম দামের ফোনের ক্ষেত্রে হুয়াওয়ের কোনো আগ্রহ নেই। প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে থাকা হুয়াওয়ে বেশি দামের ব্যবহারকারীদের জন্য আরও বেশি ফিচার যুক্ত করতে পারবে।

স্যামসাং ও অ্যাপলের পর বিশ্বের তৃতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা এখন হুয়াওয়ে। বাজারে এক-দশমাংশ হুয়াওয়ের দখলে। কিন্তু স্মার্টফোন বিক্রি থেকে লাভ করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গত বছরে বাজারে স্যামসাংয়ের দখলে ছিল ২২ শতাংশ আর অ্যাপলের ১৫ শতাংশ। সে হিসেবে হুয়াওয়ে এখনো পিছিয়ে আছে।

সম্প্রতি হুয়াওয়ে কর্তৃপক্ষ বলেছে, এ বছরের প্রথমার্ধে স্মার্টফোন বিক্রি অনেকটাই বেড়েছে হুয়াওয়ের। এ সময় ২০ দশমিক ৬ শতাংশের বেশি স্মার্টফোন বাজারে এসেছে। বছরের প্রথমার্ধে ৭ কোটি ৩০ লাখ ফোন বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয়ার্ধেও তারা এ ধারা অব্যাহত রাখতে চায়। গত বছরে মোট ১৩ কোটি ৯০ লাখ ইউনিট ফোন বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।

Related posts

Leave a Comment