মুক্তবার্তা ডেস্ক:বর্ষা শুরু হতে না হতেই প্রবল বর্ষণে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সীমানা ঘেঁষা শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। হুমকির মুখে পড়েছে সরকারি স্থাপনাসহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পার্ক ও বিভিন্ন স্থাপনা।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভাঙন থেকে ময়মনসিংহ শহরকে রক্ষার উদ্দেশ্যে প্রায় ১ যুগ আগে শহরের পাটগুদাম ব্রিজ মোড় থেকে শুরু করে কালীবাড়ি-জুবিলীঘাট-পার্ক-পুলিশ লাইন-ঢোলাদিয়া হয়ে খাগডহর পর্যন্ত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। সেকেন্ডারি টাউনস ইন্টিগ্রেটেড ফ্লাড প্রটেকশন প্রজেক্টের আওতায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করে বাঁধ নির্মিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছরই ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের কোনো কোনো স্থানে ছোট-বড় ভাঙনের সৃষ্টি হচ্ছে। এবার ভাঙনের ঘটনা ঘটল পার্কের পশ্চিম অংশে জয়নুল সংগ্রহশালার সীমানায়।
জয়নুল সংগ্রহশালার সামনে দিয়ে শহরের কাচিঝুলি মোড় থেকে সরাসরি একটি ভূগর্ভস্থ ড্রেন শহর রক্ষা বাঁধের ভেতর দিয়ে ব্রহ্মপুত্র নদে এসে পড়েছে। গত বছর ড্রেনটি নির্মাণ করা হয়। এ বছর এক দিনের ভারী বর্ষণে ড্রেন দিয়ে বিপুল বেগে পানি প্রবাহিত হয়ে নদে এসে পড়ে। এর ফলে ড্রেনসংলগ্ন বাঁধে ফাটল দেখা দেয় এবং বেশ কিছু অংশ ভেঙে যায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কয়েক মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে বাঁধের সিসি ব্লকগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। বর্তমানে জায়গাটি দর্শনার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। ব্রহ্মপুত্র নদ তীরবর্তী সংগ্রহশালার সীমানা ঘেঁষা ভাঙন অংশটি দ্রুত সংস্কার করা না হলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে ইতিহাস-ঐতিহ্যের স্মারক শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা।
ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘ভাঙনের ঘটনা এবং এ জায়গার গুরুত্ব লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙনের অংশটুকু দ্রুত মেরামতে জরুরি বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ভাঙনের অংশটুকু মেরামত করা হবে।’