হিলি বন্দরে চাল খালাস হয়নি

মুক্তবার্তা ডেস্ক: সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের আশায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় আছে প্রায় সাড়ে ৪ শতাধিক চাল বোঝাই ট্রাক। ৮-১০ দিন ধরে আটকে আছে ভারত থেকে আমদানি করা প্রায় ১৫ হাজার মেট্টিক টন চাল।

গত ২০ জুন সরকার চাল আমদানিতে ২৮ থেকে ১৮ শতাংশ কমিয়ে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করে।তারপরও দাম স্বাভাবিক রাখতে ও দ্রুত মজুদ বাড়াতে চাল আমদানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহারের বিষয়ে খাদ্যমন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে একটি চিঠি দেয়া হয়েছে।

গত ৭ আগস্ট এমন খবর প্রকাশের পর থেকেই হিলি স্থলবন্দরে চাল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ফলে তৈরি হচ্ছে পণ্যজট। অন্যদিকে প্রায় আড়াই থেকে তিন হাজার চালবাহী ট্রাক ভারত অভ্যান্তরে দাড়িয়ে আছে প্রবেশের অপেক্ষায়।

Related posts

Leave a Comment