হান্নানের ফাঁসি বন্ধের দাবি হিউম্যান রাইটস ওয়াচের

মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর জঙ্গি হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন আসামির ফাঁসির কার্যকরের প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ ।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। এর আগে নানা সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তদের ফাঁসি বন্ধের দাবি জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল সংস্থাটি। এবার জঙ্গি নেতার ক্ষেত্রেও একই দাবি জানালো তারা।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, তারা যে কোন দেশে, যে কোন পরিস্থিতিতেই সর্বোচ্চ শাস্তি- মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।  তিনি বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে এসব বিচার অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে এবং বাংলাদেশকে মৃত্যুদণ্ড বন্ধ করার আহবান জানাচ্ছি।’

Related posts

Leave a Comment