মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের দুই নম্বর ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের রাস্তায় পড়ে গেলে চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ৩৫-৮৬২০। আহতদের হাতিরঝিল এলাকায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে দুর্ঘটনার বিষয়টি টের পাই। দৌড়ে সামনে গিয়ে দেখি, গাড়িতে থাকা যাত্রীরা ভয়ে চিৎকার করছেন, গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়। আর একটু হলেই কিন্তু গাড়িটি ঝিলের পানিতে পড়ে যেত।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানের আগেই পথচারীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আমরা গাড়িটি উদ্ধার করেছি। সেটি এখন আমাদের হেফাজতে আছে।’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ‘আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’