মুক্তবার্তা ডেস্ক:বন্যায় ফসলহানির ঘটনায় বাঁধ নির্মাণ ও মেরামত কাজ তদারকিতে জড়িত পানি উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের দপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত চলার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে পানি উন্নয়ন বোর্ডকে এই নির্দেশনা পাঠানো হয়। তিন কর্মকর্তা হলেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেট উত্তর পূর্বাঞ্চলের প্রধান প্রকৌললী আব্দুল হাই, সিলেটের তত্ত্বাবধাযক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার এবং সুনামগঞ্জ পওর বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন।
হাওরে প্রতি বছর মে মাসের শেষে পানি আসলেও এবার এসেছে মার্চের শেষে। আর এই সময়ের মধ্যে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ শেষ না হওয়ায় পানির ঢল আটকানো যায়নি। আবার এবার পানি এসেছে আট মিটারেরও বেশি উচ্চতায়, যদিও বাঁধ দেয়া হয় ছয় মিটারের মত।