মুক্তবার্তা ডেস্ক:ত্রাণ ও দুরোগ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘হওরের গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি কেউ খেললে তাকে ছাড় নয়। এ বিষয়ে সরকার জিরো টলারেন্সে আছে। ’
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে হওরের বন্যার নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
হওরের বিভিন্ন এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে এক সাংবাদিক বলেন, ‘হাওরের অনেক মানুষ সরকারি ত্রাণ সেগুলো পাচ্ছে না। এই সংখ্যাটা উল্লেখযোগ্য।’ তিনি বলেন, ‘অভিযোগ হচ্ছে এলাকার মেম্বর, চেয়ারম্যানরা তাদের নিজস্ব লোকদের তালিকা করে ত্রাণ দিচ্ছে। ৫০০ টাকা করে দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ১০০ টাকা।’
এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের এসব অভিযোগ আমরা নোটিশে নিলাম। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সহায়তা দিয়েছি। এছড়া ৫০ হাজার জেলেকেও আমরা ওএমএস ও ভিজিএফ কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। জেলেরাও এই সহায়তা পাবে।’