হল না ছাড়ার ঘোষণা জাবি ছাত্রলীগের

মুক্তবার্তা ডেস্ক:অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ত্যাগের নির্দেশনা বাতিলসহ কয়েকটি দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ।  সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংগঠনটির নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন।

সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একইসঙ্গে  আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

রবিবার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। তবে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হল ত্যাগের নির্দেশের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা।  তিনি বলেন, হল ত্যাগের নির্দেশ বাতিল, ভিসির বাড়িতে হামলার প্রতিবাদ এবং পূর্বের উল্লেখিত পাচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ট্রান্সপোর্টে জড়ো হচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Related posts

Leave a Comment