হবিগঞ্জ শহর ঝুঁকিতে, বাঁধ রক্ষায় শত শত মানুষ

মুক্তবার্তা ডেস্ক:হবিগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে বাড়ছে খোয়াই নদীর পানি। মঙ্গলবার সকালে নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাঁধের ঝুঁকিপূর্ণ অনেক দুর্বল স্থানে নিজেদের উদ্যোগেই বালুর বস্তা ফেলে বাঁধরক্ষার চেষ্টা করছেন শতশত মানুষ।

সোমবার সারারাত শহরের বিভিন্ন মসজিদে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, আগে থেকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। শহরের ৩/৪টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাঁধ ঘুরে দেখছেন। যেখানে ত্রুটি বা ভাঙনের আশংকা রয়েছে, সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। এছাড়া যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে ১০ হাজার বস্তা বালু প্রস্তুত রাখা হয়েছে।

খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে।

Related posts

Leave a Comment