হবিগঞ্জে ডাক্তার ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার

মুক্তবার্তা ডেস্ক:মাদক সেবন করে রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এমন অভিযোগ একজন চিকিৎসকের বিরুদ্ধে। সেই অভিযোগ জানতে পেরে ওই চিকিৎসককে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। বুধবার ভোরে শহরের লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার নামের একটি ক্লিনিক থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ সামসুদ্দোহা সোহাগ নামের ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

ডাক্তার সোহাগ নোয়াখালীর বেগমগঞ্জ থানার লাউতলি ছমির মুন্সিহাট গ্রামের মৃত আবুল খায়ের মো. নোমানের ছেলে।

পুলিশ জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন যাবত হবিগঞ্জ শহরের চাঁদের হাসি ক্লিনিকে কর্মরত আছেন। ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় তিনি একাধিক রোগীর সাথে ইয়াবা সেবন করে অসৌজন্যমূলক আচরণ করতেন বলে রোগীরা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায়। এ সময় ডাক্তার সোহাগের কাছ থেকে ৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ও আট বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।

Related posts

Leave a Comment