‘হজ যাত্রীদের ভিসা নিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

মুক্তবার্তা ডেস্ক: যেসব হজ এজেন্সি হজ যাত্রীদের ভিসা নিয়ে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়নে আলেম ওলামাদের ভূমিকা বিষয়ে এক সেমিনারে তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৯৯ হাজার ৪৪৫ জন হজ যাত্রীর ভিসার অনুমোদন হয়েছে। বাকিদের ভিসারও খুব শিগগিরিই অনুমোদন হবে বলেও জানান তিনি।

এ সময় ধর্মমন্ত্রী বলেন, ‘যে ফ্লাইট গুলি বাতিল হয়ছে শুধু তাদের অব্যবস্থাপনার কারণে। এখানে আমাদের কোন ঘাটতি নাই। যারা এসব করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Related posts

Leave a Comment