মুক্তবার্তা ডেস্ক:হাওরে জনসাধারণের যাতায়াতের জন্য একান্তই যদি নির্মাণ করা হয় তাহলে ফ্লাইওভার নির্মাণ করা হোক।শনিবার এক সংবাদ সম্মেলেনে এ দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাপার সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন বলেন, হাওর আমাদের ঐতিহ্য। একে রক্ষা করতে হবে। এ জন্য প্রয়োজন সুষ্পষ্ট নীতিমালা।’
তিনি আরো বলেন, যদি হাওরবাসীর যাতায়াতের কথা একান্ত চিন্তা করা হয়, তাহলে সর্বোচ্চ ফ্লাইওভার নির্মাণ করা যেতে পারে। বিভিন্ন দেশেও এর নজির রয়েছে। হাওরে রাস্তা নির্মাণ করে তাকে ধ্বংস করবেন না।’