সড়ক দূর্ঘটনায় আহত দিনাজপুর-১ আসনের সাংসদ

মুক্তবার্তা ডেস্ক:দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল সহ অারো পাঁচ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনিসহ ৩ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাই শাহ্ দীঘি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

তিনি বলেন, এমপি গোপাল প্রাইভেটকারে দিনাজপুর শহরের রলেক্স বেকারীর স্বত্ত্বাধিকারীর শুকলার ছেলের বিয়েতে গাইবান্ধা সদরের কালীবাড়ি এলাকায় যাওয়ার পথে একটি নসিমন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এমপি গোপালের স্বজন মাহবুর রহমান লাপ্পু রংপুর মেডিকেল কলেজ থেকে জানান, এমপি সাহেব এখন ভালো আছেন। তার মুখ ও নাকে আঘাত লেগেছে।

শুক্রবার সন্ধায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার নিতাইসাহা মোড়ে এমপিকে বহনকারী প্রাইভেটকারের সাথে বিপরীতগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, তার ব্যক্তিগত সহকারী আবুল কামাল (৩৮) ও রুবেল (৪০) এবং ভটভটি চালক মো. ফারুক (৩০), ভটভটি যাত্রী শফিকুল ইসলাম (২৫) ও জয়নাল (৩৮)।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামসুর রহমান কাজল জানান, আহত এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সাথে থাকা অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৩ জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Related posts

Leave a Comment