মুক্তবার্তা ডেস্ক:ভারতের বর্ধমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দোহারের গায়ক কালিকাপ্রসাদ। মঙ্গলবার গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে অনুষ্ঠানে যাওয়ার পথে এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদ সহ ৬ জন। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। স্থানীয়দের সাহায্যে আহতদের বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মারাত্মক জখম হন তার আরও পাঁচ সঙ্গী।
কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৭ বছর বয়সী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে শোকতপ্ত শিল্পীমহল। বাংলা লোকগানের ব্যান্ড দোহারের গায়কের আকস্মিক মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছেন না শ্রাবণী সেন, উষা উত্থুপ, সুরজিৎ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।