সৎ মায়ের বান্ধবীর সঙ্গে জিমে সাইফ কন্যা সারা

মুক্তবার্তা ডেস্ক:সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান শিগগিরই বলিউডে নাম লেখাচ্ছেন। বেশ কিছুদিন ধরেই তাঁকে দেখা যাচ্ছে, বলিউডের বিভিন্ন পার্টিতে। তবে অভিনয়ে আসার আগে নিজের ফিটনেস নিয়েও যথেষ্ট সিরিয়াস তিনি।

মালাইকা অরোরা ছবিটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তাতে দেখা যাচ্ছে, সারা, মালাইকা এবং আরও একজন জিমে ঘাম ঝরাচ্ছেন।

অভিনেত্রী নিমরত কাউরও কিছুদিন আগে ইনস্টাগ্রামে তাঁর ও সারার জিমের ছবি পোস্ট করেছিলেন।

স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সাফল্যের পর এবার কর্ণ জোহর করতে চলেছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু। নায়ক হবেন টাইগার শ্রফ। এক সময় শোনা গিয়েছিল, নায়িকা করা হচ্ছে সারাকে। যদিও এ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Related posts

Leave a Comment