স্বার্থবিরোধী চুক্তির ব্যাপারে হাসিনা অটল: কাদের

মুক্তবার্তা ডেস্ক:আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না বলে আবারও আশ্বস্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ‘দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির ব্যাপারে শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’

মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই কথা বলেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শনে ওই এলাকায় যান মন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন এই চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’

আগামী শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই বিএনপিসহ কয়েকটি বিরোধী দল দাবি করছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে এবং তা বাংলাদেশের স্বার্থের অনুকূলে থাকবে না। আর এই উদ্যোগ প্রতিহত করার হুমকিও দিচ্ছেন বিরোধী জোটের নেতারা। তবে সরকারের পক্ষ থেকে কী চুক্তি হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে সরকারি দলের নেতারা দেশবাসীকে বারবার আশ্বস্ত করছেন এই সফরে দেশবিরোধী কোনো চুক্তি শেখ হাসিনা করবেন না।

Related posts

Leave a Comment