স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা

মুক্তবার্তা ডেস্ক: স্বামীর পরকীয়ার জেরে গাজীপুরের শ্রীপুরের লোহাঘাট এলাকায় সুইটি আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশের তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক নিয়ে সুইটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত নাঈম। আর এ কারণেই সুইটি আত্মহত্যা করেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, আড়াই বছর আগে উপজেলার লোহাঘাট এলাকার স্থানীয় নাঈমের সঙ্গে তারেকুলের মেয়ে সুইটি আক্তারের বিয়ে হয়। দুই বছর সংসার করার পর গত ছয় মাস আগে তাদের বিয়ে বিচ্ছেদহয়। পরে দুই পরিবারের সম্মতিতে ফের তারা সংসার শুরু করেন। সম্প্রতি স্বামী মোবাইল ফোনে পরকীয়া করেন এমন অভিযোগে প্রায় তাদের মধ্যে কলহ লাগত। এরই জের ধরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুইটি।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী নাঈমকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related posts

Leave a Comment