মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশের জনগণ ও সরকারকে স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগের দিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কার্যালয়ের এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘আপনাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে, বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে প্রণব মুখার্জি বলেন, আমরা দুই দেশের পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি করেছি এবং তা সফল হয়েছে। আমি নিশ্চিত যে, আমাদের যৌথ প্রচেষ্টা নিজ নিজ জাতির আকাঙ্ক্ষা পূরণে অবদান রাখবে।
এছাড়া বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন প্রণব মুখার্জি। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতারের আগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
আগামী ৭ এপ্রিল চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।