স্বাধীনতার পক্ষে কাতালোনিয়ায় গণভোট ১ অক্টোবর

মুক্তবার্তা ডেস্ক:স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। কাতালোনিয়া কর্তৃপক্ষের প্রধান শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। এর আগে কাতালানদের স্বাধীনতার জন্য গণভোটের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তা স্পেনের রক্ষণশীল সরকার ও সাংবিধানিক আদালত তাতে বাঁধ সাধে।

১ অক্টোবর গণভোট আয়োজনের ঘোষণা দেয়ার ফলে স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে অঞ্চলটির বিরোধ নতুন করে শুরু হতে পারে। স্পেন সরকার এ ধরনের গণভোটকে বেআইনি বলে আখ্যায়িত করেছে।
কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট কার্লস পুইজেমন্ট বলেন, প্রশ্নটি হবে আপনি কাতালোনিয়াকে একটি স্বাধীন ও প্রজাতন্ত্র হিসেবে চান?

কার্লস আরও বলেন, আমরা অনেক ধরনের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সবগুলোই বাতিল করে দেয়া হয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থিরা গণভোটের দিন ঘোষণায় প্রতীকী ব্যালট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রয়টার্স জানিয়েছে, এবারের গণভোট আয়োজন নিয়ে কাতালান সরকারকে কেমন আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্পেনের সংবিধানের ১৫৫ ধারা অনুসারে মাদ্রিদ সরকার কাতালোনিয়া সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। এ ক্ষমতা বলে মাদ্রিদ সরকার সেখানে পুলিশ মোতায়েন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related posts

Leave a Comment