স্বর্ণের ব্যাখ্যা দিতে আসলেন না দিলদার

মুক্তবার্তা ডেস্ক:আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার ব্যাখ্যা দিতে তৃতীয় দফা তারিখে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসেননি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। তিনি  আসবেন কি আসবেন না-সে বিষয়ে অধিদপ্তরকে কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইলের শুল্ক গোয়েন্দা অধিপ্তরে হাজির হওয়ার কথা ছিল আপন জুয়েলার্সের মালিকপক্ষের। তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করেছিলেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরও বেলা সাড়ে ১১টায় আপনের পক্ষ থেকে নথিপত্র নিয়ে কেউ আসেননি।

গত ১৪ ও ১৫ মে রাজধানীতে আপনের ছয়টি বিক্রয়কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও হীরা। আপনের দাবি, এসব স্বর্ণ ও হীরার বৈধ কাগজপত্র রয়েছে তাদের।

গত ১৭ মে শুল্ক গোয়েন্দাদের তলবে হাজির হয়ে আপনের মালিক দিলদার আহমেদ সেলিম সব নথিপত্র জমা দিতে সময় চান। এরপর তাকে এক সপ্তাহ সময় দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

নির্ধারিত দিন ২৩ মে আপনের মালিকপক্ষ ব্যাখ্যা দিতে আসেনি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে। কিন্তু সেদিন স্বপ্রণোদিত হয়েই আপনকে দুই দিনের সময় দেয় শুল্ক গোয়েন্দারা।

Related posts

Leave a Comment