স্বর্ণপদক পাচ্ছেন তিন বিশিষ্টজন

মুক্তবার্তা ডেস্ক:দেশের তিন বরেণ্য ব্যক্তিকে এবারের দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক দেয়া হচ্ছে। তাঁরা হলেন, পাকিস্তান আমলে বাংলাকে রাষ্ট্রভাষা করতে সংসদে দাবি তোলা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত (মরণোত্তর), বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল (সাহিত্য)।

শুক্রবার সকালে মির্জাপুরে কুমুদিনী চত্বরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা)প্রতিভা মুৎসুদ্দি এই ঘোষণা দেন।  এ সময় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, ভাইস প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, কবি হেনা সুলতানা, সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment