মুক্তবার্তা ডেস্ক: বিলাসবহুল স্পোর্টস বাইক আনলো সুজুকি। এই বাইকটির মডেল সুজুকি জিএসএক্স এস১০০০। সুজুকির নতুন এই স্পোর্টস বাইকটির সর্বোচ্চ গতি ২৪১.৪ মিলোমিটার/ঘণ্টা।
সুজুকির এই স্পোর্টস বাইকটি দেখতে দুর্দান্ত। এটি যেমন গতির রাজা তেমনি এর আউটলুক।
বাইকটিতে আছে ৯৯৯ সিসির শক্তিশালী ইঞ্জিন। ৪ সিলিন্ডার সমৃদ্ধ বাইকটির টর্ক ১০৬ এনএম@৯৫০০ আরপিএম। এর ইঞ্জিনের ঘূর্ণন গতি ১৪৭@১০০০০ আরপিএম।
এই বাইকটির উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। অ্যালয় হুইলের চাকায় রয়েছে টিউবলেস টায়ার। সামনে আছে টেলিস্কোপিক শর্ক অ্যাবসর্ভার। পেছনের চাকায় আছে মনো শর্ক আবসর্ভার।
এবিএস সমৃদ্ধ বাইকটিতে ডিজিটাল ট্যাক্টোমিটার ব্যবহার করা হয়েছে। এর হেডল্যাম্পে হ্যালোজেন টাইপ হেডলাইট ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে বাইকটি বিক্রি হচ্ছে ১২ লাখ ২৫ হাজার টাকা।