মুক্তবার্তা ডেস্ক:টানা তিনদিন সাসেক্সের মাঠে অনুশীলন শেষে সোমবার প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ডিউক অব নরফোক। দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
চ্যাম্পিয়নস ট্রফি ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুক্রবার এবং শনিবার ইংল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে অনুশীলন চালিয়ে যায় তামিম-মুশফিকরা। আজও অনুশীলন করবে বাংলাদেশ দল।
আইপিএলে জড়িত থাকার কারণে দলের সঙ্গে যাননি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। ৩ মে মোস্তাফিজ আর ৪ মে ভারত থেকে দেশে ফিরবেন সাকিব। ঐদিন বিকেলেই দুজন একসঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।
ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।