কক্সবাজার প্রতিনিধি: দুই শতাধিক বেশি যাত্রী বহনের দায়ে কক্সবাজারের সেন্টমার্টিনগামী এমভি পরিজাত নামে একটি জাহাজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার টেকনাফের দমদমিয়া ঘাটে সেন্টমার্টিনগামী ওই জাহাজে তল্লাশি চালিয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানতে চাইলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী সাতটি জাহাজে অভিযান চালানো হয়। এ সময় ধারণক্ষমতার চেয়ে আরও দুই শতাধিক অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি পরিজাত পর্যটকবাহী জাহাজ কর্তৃপক্ষে কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে জাহাজ থেকে অতিরিক্ত যাত্রীগুলো নামিয়ে সেন্টমার্টিনে যেতে দেয়া হয়।