সেনা সদস্যের জানাজা সম্পন্ন

মুক্তবার্তা ডেস্ক:পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার সময় দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের ভেতরের মসজিদ প্রাঙ্গনে তাদের জানাজা সম্পন্ন হয়। জানাজায় স্বজনসহ নিহতদের সহকর্মীরা অংশ নেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে একটি হেলিকপ্টারে করে নিহতদের মরদেহ ঢাকায় আনা হয়। তারা হলেন মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, কর্পোরাল আজিজুল হক ও সৈনিক শাহিন আলম।

টানা তিন দিনের প্রবল বর্ষণে সোমবার থেকেই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে পাহাড় ধস শুরু হয়। এতে করে সমগ্র এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে বিভিন্ন সেনা ক্যাম্পের সদস্যরা সোমবার থেকেই উদ্ধারকার্যে অংশগ্রহণ নেয়।

গতকাল মঙ্গলবার ভোরে রাঙ্গামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে।

Related posts

Leave a Comment