মুক্তবার্তা ডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান শুরুর পর তাদেরকে গুলি ও বোমা ছুড়ে প্রতিহত করার চেষ্টা করছে জঙ্গিরা। দূর থেকেও মুহুর্মুহু গুলির শব্দ শোনা যাচ্ছে। বোমার শব্দগুলোও বেশ ভীতিকর।
ঘটনাস্থলে থাকা একটি বেসরকারি টেলিভিশনের সিলেট প্রতিনিধি বলেন, ‘পরিস্থিতি বেশ ভয়াবহ, আমরা অনেক দূরে থাকলেও ভয়ে আছি।’
এই সাংবাদিক জানান, সেনাবাহিনীর সদস্যরা প্রথমে ওই বাড়িতে আটকে পড়া পরিবারগুলোকে বের করে আনার ওপর জোর দেন। এরপর তারা নিচতলায় ‘জঙ্গি’দের অবস্থানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জঙ্গিরা ভরকে না গিয়ে প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আস্তানার ভেতরে চারজন থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ভোরেই বাড়িটি ঘেরাও করে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন সিলেট মহানগর পুলিশের একটি দল। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে তারা অভিযান না চালিয়ে ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখা সোয়াটকে খবর দেয়।
এর মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা তা অগ্রাহ্য করে। বরং তাড়াতাড়ি সোয়াটকে পাঠাতে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। বিকালে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলেও তারা অভিযান চালায়নি। রাতে সেনাবাহিনীর একটি কমান্ডো দল ঘটনাস্থলে যায়।
সারারাত ঘেরাও করে রাখার পর শনিবার সকালে অভিযান চালাতে যায় সেনা সদস্যরা। তাদেরকে সহায়তা করছে সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।